• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ.লীগের অধীনে নির্বাচনে যাবে না এনপিপি ও লেবার পার্টি


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ৬, ২০২২, ০১:৫১ পিএম
আ.লীগের অধীনে নির্বাচনে যাবে না এনপিপি ও লেবার পার্টি

ঢাকা: ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও লেবার পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়।

পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৯৬ সালের সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি।’

বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেবার পার্টি ও এনপিপির পক্ষে দলীয় প্রধানরা পৃথকভাবে সংলাপে নেতৃত্ব দেন।

সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ নানা বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা হয় সংলাপে।

পরে ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐকমত্য হয়েছে। সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই যুগপৎ আন্দোলন শুরু করা হবে। তখন সব রূপরেখা জানতে পারবেন।’

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিভিন্ন ইস্যুতে বিশদভাবে আলোচনা হয়েছে। আমরা অবিলম্বে সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে ঐকমত্য হয়েছি।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ.লীগ জিততে পারবে না : রিজভী
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান ইরান বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!