• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিটে সিপিবি-বাসদ ও এলডিপির নাম থাকায় ‘বিব্রত’ জাতীয় নাগরিক কমিটি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৪, ১০:৩৩ এএম
রিটে সিপিবি-বাসদ ও এলডিপির নাম থাকায় ‘বিব্রত’ জাতীয় নাগরিক কমিটি

ঢাকা : আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে গতকাল সোমবার উচ্চ আদালতে যে রিট হয়েছিল, সেখানে দলের তালিকায় কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং সিপিবি ও বাসদের নাম দেখে ‘বিব্রত’ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এখন একটি সুন্দর প্রক্রিয়ায় ‘গুছিয়ে’ রিট করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যে রিট করা হয়েছে, তার বেসিক প্রশ্নটা ছিল বিগত তিনটি নির্বাচন অবৈধ হবে কি হবে না৷ কিন্তু এখানে আরও অনেকগুলো বিষয় এসেছে। যারা রিটটা করেছেন, তাদের কনসেনট্রেশনের (মনোযোগ) ঘাটতি ছিল। তাই আমরা তাদের রিটটা বাতিল করতে বলেছি।’

তিনি বলেন, এই রিটের বিষয়ে আমাদের ফোরামে কোনো আলোচনাই হয়নি। যারা রিট করেছেন, তারাও আশ্চর্য হয়েছেন, কীভাবে সেখানে দুটি দলের নাম এসেছে। আইনজীবীর কাছে তারা এর ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবীকে এর ব্যাখ্যা দিতে হবে। দলের লিস্টে কর্নেল অলি আহমদ, সিপিবি-বাসদের নামগুলো আমাদের বিব্রত করেছে। সেই জায়গা থেকে তাদের সঙ্গে কথাবার্তা ও আলোচনা করে সবকিছু হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। যেহেতু এটা হয়নি, আমরা দায়িত্ব নিয়েছি, রিট হোক, যা-ই হোক, সবকিছু যাতে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে আগায়।’

এমটিআই

Wordbridge School
Link copied!