• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনসিপি থেকে পদত্যাগ করলেন আবু হানিফ


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৬, ২০২৫, ০৯:০৬ পিএম
এনসিপি থেকে পদত্যাগ করলেন আবু হানিফ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। বৃহষ্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন। 

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে আবু হানিফ পুনরায় গণআধিকার পরিষদে ফিরে এসেছেন। তার সঙ্গে আরও তিনজন নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছিলেন বলে জানা যায়। তারাও গণঅধিকার পরিষদেই ফের চলে আসতে পারেন।

আবু হানিফের পদত্যাগ ও ঘরে ফেরার বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকি যারা গেছে তারাও গণঅধিকার পরিষদের ফিরে আসবে বলে আশা করি। 

আইএ

Wordbridge School
Link copied!