ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেও তিন হাজারের বেশি মানুষ দলটির অ্যাকাউন্টে ১৩ লাখ টাকার বেশি অনুদান পাঠিয়েছেন।
বুধবার (১১ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। যা সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন।
পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে বাংলাদেশে National Citizen Party-NCP-র ক্রাউডফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।
তিনি লেখেন, আমাদের ওয়েবসাইটে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে।
তিনি আরও লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যোগাযোগ করছেন আমাদের এই ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার জন্য। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, যারা এই ব্যস্ত সময়েও আমাদের স্বচ্ছতার রাজনীতির মডেলকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ। আশা করছি এখন থেকে আমাদের ওয়েবসাইট donate.ncpbd.org এবং অন্য মাধ্যমগুলোতে আরও বেশি সাপোর্ট আমরা পাব। দিনশেষে আপনারা সঙ্গে থাকলে এই তরুণরা কখনও পথ হারাবে না।
পিএস