• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে : নুর


পটুয়াখালি প্রতিনিধি: জুন ১১, ২০২৫, ০৬:০২ পিএম
প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে : নুর

সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয় প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে।

বুধবার (১১ জুন) দুপুরে গলাচিপা অফিসার্স ক্লাবে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র-জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪-এর জন্ম হতো না, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে।

তিনি বলেন, আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ দল কোনো লেজুড়বৃত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি।

পিএস

Wordbridge School
Link copied!