ফাইল ছবি
ঢাকা: ঢাকা নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা পুনরায় চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ রোববার (১৫ জুন) নগর ভবনে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত কর্মী ও সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই ঘোষণা দেন।
অনেক দিন ধরে নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা অবস্থায় ইশরাকের অনুসারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এমন পরিস্থিতিতে কীভাবে নাগরিক সেবা দেওয়া হবে, এ ব্যাপারে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা।
ইশরাক বলেন, ‘বর্তমান সরকার শেখ হাসিনার শাসনামলে নির্বাচনে জালিয়াতি করে এবং অবৈধ পন্থায় ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছে; যা মামলার রায়ে প্রমাণিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারকে দ্রুত এ সমস্যা সমাধান করতে হবে। নগর ভবনে জরুরি নাগরিক সেবা চলবে, কিন্তু আন্দোলন থামবে না।’
ইশরাক হোসেন দাবি করেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করেছে যে, সরকার শুরু থেকেই ঠিক করে রেখেছিল আমাকে মেয়র হিসেবে শপথ নিতে দেবে না।’
শপথ গ্রহণের দাবিতে ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। ‘ঢাকাবাসী’ নামক সংগঠনের ব্যানারে সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের অনুসারী ও বিএনপির নেতা-কর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। ৪৮ ঘণ্টার বিরতির পর আবারও কর্মসূচি জোরদার হয়েছে।
ঈদের আগে তিন সপ্তাহ ধরে নগর ভবনে সব ধরণের সেবা বন্ধ রাখা হয়। এর মধ্যে গত ৩ জুন আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের সময় সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে সাময়িক বিরতির ঘোষণা দেন ইশরাক হোসেন।
অন্যদিকে, ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে করপোরেশনের বেশিরভাগ কর্মকর্তা অঘোষিত ছুটিতে রয়েছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকায় তারা অফিসে যোগ দিচ্ছেন না। ফলে দাপ্তরিক কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে, তবে পরিচ্ছন্নতা বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।
এসআই