ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রমজানের আগে জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্যমত আছে। তাই সবাইকে নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধারণ করতে হবে।
মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে সাক্ষাৎ থেমে তিনি এ কথা বলেন।
আমির খসরু জানান, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের কৃষি, প্রাণিসম্পদ, রাজনীতি ও ফুটবল খেলার উন্নয়ন-পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। যেখানে দুই দেশের মধ্যে কিভাবে পারস্পারিক সহযোগিতা ও সম্পর্ক আরো উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে (রমজানের আগে) একটা জাতীয় ঐক্যমত আছে। এটা সবারই মতামত, এ জায়গাতে কোথাও দ্বিমত আছে বলে মনে করি না। বিভিন্ন কারণে এই জায়গাটায় আমরা এসছি এবং জাতীয় ঐক্যমত পোষণ করছি। লন্ডনে বৈঠকের পর জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত।
সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, নির্বাচনের দিনক্ষণ তো নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে। সেটা তো আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) থেকে আসবে এবং আমরা সেটার জন্য অপেক্ষা করব।
পিএস