• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ দিনে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের হিড়িক


নিজস্ব প্রতিবেদক: জুন ২২, ২০২৫, ০৩:৪৭ পিএম
শেষ দিনে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের হিড়িক

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন দলগুলোর হিড়িক পড়েছে। রোববার (২২ জুন) দুপুর পর্যন্ত অন্তত দুই ডজন দলের আবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্টরা।

দলের চেয়ারম্যান, মহাসচিবও যেমন সশরীরে আসছেন, তেমন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে আসছেন অনেকে।

আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের কাছে নিজেদের প্রতীক ও দলের নাম যেমন ‘জাহির’ করতে চান, তেমনি অনেকে চুপিসারে আবেদন জমা দিয়ে যাচ্ছেন। রয়েছে বাহারি নামও; সবাই দাবি করছে ইসির সব ধরনের শর্তপূরণ করেই নিবন্ধন আবেদন করা হচ্ছে। তাদের দল নিবন্ধন পাবেই।

দুপুর পর্যন্ত যেসব দলের আবেদন জমা পড়েছে,
জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি); ‎ গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা); বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি; বাংলাদেশ ফরায়েজী আন্দোলন; বাংলাদেশ সিটিজেন পার্টি ; ইসলামী ঐক্যজোট; নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি); বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি; বাংলাদেশ গণ বিপ্লবী পার্টি ; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ); বাংলাদেশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশন ; জনতার দল; বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি ; বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল); বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি); জাতীয় ন্যায় বিচার পার্টি; বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আইএ

Wordbridge School
Link copied!