ঢাকা: গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন। একই অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়া ভিডিও বার্তা দেবেন এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে অনুষ্ঠান প্রস্তুতি পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাতে চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা থাকবে।
এই অনুষ্ঠানে জাতীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন এবং ড. নাহরিন খান।
আইএ







































