• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউনূসের ভাষণের পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৩:৩৬ পিএম
ইউনূসের ভাষণের পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের পর জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দলের স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে জাতীয় সংসদের নিম্নকক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠিত হবে।

প্রধান উপদেষ্টার ভাষণে উত্থাপিত এই নতুন কাঠামো ও গণভোটের সময়সূচি নিয়ে দলের অবস্থান ও পরবর্তী করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছে বিএনপি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!