• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:২১ এএম
খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এন্ডোস্কোপি করার পর তার পাকস্থলির রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

তিনি জানান, বিকেল ৪টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের নেতৃত্বে এন্ডোস্কোপি করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে— দীর্ঘদিন ধরে চলা পাকস্থলির রক্তক্ষরণ থেমে গেছে, যা চিকিৎসকদের কাছে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কাতার দূতাবাস নিশ্চিত করেছে— বিকেল ৫টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, একই দিন বেলা পৌনে ১১টায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি–৩০২ ফ্লাইট ঢাকায় পৌঁছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

সবকিছু অনুকূলে থাকলে আসন্ন রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গেছে। তার সঙ্গে থাকবেন লন্ডন থেকে আগত জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিক্যাল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা কর্মকর্তারা।

এম

Wordbridge School
Link copied!