• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার তাজ উদ্দীনের বহিস্কারাদেশ তুলে নিলো যুবদল


কক্সবাজার প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:১৪ এএম
৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার তাজ উদ্দীনের বহিস্কারাদেশ তুলে নিলো যুবদল

সর্বশেষ গ্রেফতারের মাত্র ২ মাস না পেরোতেই তাজ উদ্দিনের বহিষ্কারাদেশ তুলে নিয়েছে কক্সবাজার জেলা যুবদল। রোববার (৪ ডিসেম্বর) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি গণমাধ্যমকে বলেন, তাজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক 'বহিস্কারাদেশ' প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ তাজ উদ্দিন চৌধুরীকে বিশেষ অভিযানের মাধ্যমে গত ১২ অক্টোবর  গ্রেফতার করে যৌথ বাহিনী। পরদিন তাকে কারাগারে প্রেরণ করা হলেও মাত্র কয়েকদিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসেন হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার সাবেক আহবায়ক তাজ উদ্দিন চৌধুরী।

এর আগে ২০২১ সালের আগস্ট মাসে হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার বাসিন্দা মৃত চেহের আলীর ছেলে তাজ উদ্দিন উখিয়া থানা পুলিশের হাতে ৬০ হাজার ইয়াবা সহ গ্রেফতার হয়েছিলেন।

এম

Wordbridge School
Link copied!