• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৫৭ এএম
রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধদের পরিচয়— মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) এবং সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

দগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা জলিল মিয়ার জামাই আফরান মিয়া জানান, আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে তাদের বাসায় ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন সবাই ঘুমিয়ে ছিল। বিস্ফোরণের পরপরই ঘরে আগুন ধরে যায় এবং পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে আনা হয়েছে। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং চলছে। দগ্ধের সুনির্দিষ্ট মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এম

Wordbridge School
Link copied!