• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি নিহত


প্রবাসে বাংলা ডেস্ক মে ৭, ২০১৮, ০৭:৫৩ পিএম
সিঙ্গাপুরে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি নিহত

ফাইল ফটো

ঢাকা: সিঙ্গাপুরে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জহিরুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৬ মে) সকাল ৮টার দিকে দেমটির বিডোক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জহিরুল ইসলামের দেশের বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার বাঈখোলা গ্রামে। তার ৬ বছরের এক ছেলে, স্ত্রী ও মা আছে।

নিহতের সহকর্মী রবিন ও সুবাহান জানান, রোববার (৬ মে) ফজরের নামাজ শেষে জহিরুল ইসলাম কাকিবুকিত থেকে টেম্পানিসে সাইকেল চালিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিডোক মসজিদের চৌরাস্তায় শ্রমিক বহনকারী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। পরে অ্যাম্বুলেন্সে চাঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

বুধবার (৯ মে) বিকেলে নিহতের লাশ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন জহিরুল ইসলামের ছোট ভাই।

নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরের জিনসিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে প্রায় ১৮ বছর ধরে কর্মরত ছিলেন জহিরুল ইসলাম মোল্লা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!