• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জরুরি অবতরণ

শাহজালাল থেকে উড্ডয়নের পর তার্কিশ বিমানের ইঞ্জিনে আগুন


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৫, ০৯:৫৬ এএম
শাহজালাল থেকে উড্ডয়নের পর তার্কিশ বিমানের ইঞ্জিনে আগুন

ফাইল ছবি

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি অনুধাবন করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটিতে মোট ২৯০ জন যাত্রী ছিলেন। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, তার্কিশ এয়ারলাইন্সের TK713 নম্বর ফ্লাইটটি (মডেল: এয়ারবাস A330-303) সকাল ৭টায় শাহজালাল বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর ফ্লাইটটির একটি ইঞ্জিনে (দুইটির মধ্যে একটি) স্পার্ক দেখা দেয়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে ফিরে আনার উদ্যোগ নেন। সে সময় প্রটোকল অনুসারে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে ফেলা হয় এবং সকাল ৮টা ১৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে।

এ বিষয়ে গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, “উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখা যায়। ধারণা করা হচ্ছে, সম্ভবত বার্ড হিটের ঘটনা ঘটেছে। তখনই পাইলট দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।”

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপদে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের স্থানীয় হোটেলে নিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। ঐ ফ্লাইটে শিশু সহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

এসআই
 

Wordbridge School
Link copied!