• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাংয়ের ৫৭ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:  মে ২১, ২০২৫, ০৯:৫৭ পিএম
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাংয়ের ৫৭ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও আশেপাশের এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর ৪৪ জনসহ বিভিন্ন কিশোর গ্যাং এর ৫৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে) রাতে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৮ থেকে ২০ পর্যন্ত প্রতিরাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কয়েকটি চৌকস দল সম্মিলিতভাবে রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, সম্প্রতি মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ছে। বিশেষ করে গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আরও রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

মোহাম্মদপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আরো কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!