• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, ঘাতক প্রেমিক আটক


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৫, ০৫:১৩ পিএম
পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, ঘাতক প্রেমিক আটক

ঢাকা: রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিহতরা হলেন- পাপ্পু ও দোলন আক্তার দোলা (২৮)।

পুলিশ বলছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দুজনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম সাংবাদিকদের বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়য়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।

আইএ

Wordbridge School
Link copied!