ঢাকা : রাজধানী ঢাকার পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬তলায় আগুন লাগে। সকালে সড়ক ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পিএস







































