• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অ্যাপস ব্যবহারে এবার গুনতে হবে বাড়তি পয়সা


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক জুলাই ১১, ২০১৬, ০৫:৫৯ পিএম
অ্যাপস ব্যবহারে এবার গুনতে হবে বাড়তি পয়সা

অনলাইন বিজ্ঞাপনের সঙ্গে অ্যাপেও জুড়তে চলেছে ইক্যুয়ালাইজেশন লেভি। গুগ্‌ল কিংবা অ্যাপল-এর যে কোনো প্ল্যার্টফর্মে ব্যবহৃত অ্যাপের জন্য বসানো হবে এই কর। ডিসেম্বরে আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা। সূত্রের খবর, ইক্যুয়ালাইজেশন লেভি ৬ শতাংশ বেড়ে হতে পারে ৭ থেকে ৮ শতাংশ। ভবিষ্যতে অন্যান্য ডিজিটাল বিজ্ঞাপন, আন্তজার্তিক টিভি চ্যানেলও এর আয়তায় পড়বে বলে, সূত্রের খবর।

এবারে বাজেটে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য কর দেওয়ার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত পয়লা জুন থেকেই এই নিয়ম কার্যকর করা হয়। সাধারণত ফেসবুক ও গুগ্‌ল বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বসানো হয় নতুন কর। যার পোশাকি নাম ইক্যুয়ালাইজেশন লেভি।

ইক্যুয়ালাইজেশন লেভি কার্যকর হওয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে অনলাইন বিজ্ঞাপনদাতাদের উপর। বিশেষজ্ঞদের মতে, সরকার যদি অনলাইন বিজ্ঞপনে কর বাড়ায় তা হলে দেশি, বিদেশি অনলাইন কোম্পানিগুলিও বিজ্ঞাপনের দর বাড়াবে। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!