• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৫, ০৪:৩৬ পিএম
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

ছবি: প্রতীকী

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম নীতি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়তে পারে।

আজ সোমবার দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নতুন টেলিকম নীতি কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ডের খরচ বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, ৫০০ টাকার সংযোগে খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।’

মোহাম্মদ আমিনুল হাকিম আরও জানান, ‘যদি এই নীতি সংশোধন না করা হয়, তবে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হওয়ার ঝুঁকিতে পড়বে। আমরা চাই, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে হস্তক্ষেপ করবে।’

এসএইচ 

Wordbridge School
Link copied!