• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু নিয়ে আবেগঘন স্ট্যাটাস মাশরাফীর


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১০, ২০২০, ০৯:২০ পিএম
পদ্মা সেতু নিয়ে আবেগঘন স্ট্যাটাস মাশরাফীর

ফাইল ছবি

ঢাকা : অবশেষে দৃশ্যমান হলো পদ্মা সেতু। দিনের সবচাইতে বড় এবং আনন্দের খবর আজ এটিই। পদ্মা সেতু নিয়ে দেশ ও বিদেশে কম আলোচনা হয়নি সব কিছুকে পেছনে ফেলে আজ সব শেষ প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান পুরো কাঠামো। বাকি থাকলো শুধু রোড ও রেল লাইন বসানোর কাজ।

এই খুশির খবরে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্ত্তুজা। 

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে, কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে সে স্বপ্ন তাকে আর ঘুমাতে দেয় না। আজ স্বপ্ন পুরোন হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেএী শেখ হাসিনা।

 

শত বাধা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে তৈরি হলো এই স্বপ্নের পদ্মা সেতু। সেতুর উপর দিয়ে চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ৪১তম অর্থাৎ সর্বশেষ স্প্যানটি। পদ্মা নদীতে এখন দৃশ্যমান পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার। এর মধ্য দিয়ে প্রমত্তা পদ্মার সঙ্গে যুদ্ধ করে নদীগর্ভে পিলার স্থাপন এবং তার উপর স্প্যান বসানোর চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন হয়েছে। এর পর পরই মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!