• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় বললেন রুনি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২১, ০৯:০১ পিএম
ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় বললেন রুনি

ছবি : ইন্টারনেট

ঢাকা : গত নভেম্বরে ডাচ কোচ ফিলিপ কোকুকে বরখাস্ত করে ডার্বি। তখন থেকে অস্থায়ী ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার এই ক্লাব তার সঙ্গে পাকা চুক্তি করে স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগপত্র দিল। ফলে আর কখনো ফুটবলারের ভূমিকায় দেখা যাবে না ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনিকে।

ফুটবল থেকে পাকাপাকিভাবে অবসর নিলেন তিনি। এখন থেকে খেলোয়াড় নয়, শুধুমাত্র কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের দল ডার্বি কাউন্টি রুনিকে স্থায়ী ম্যানেজার করেছে। অবনমনের আশংকায় থাকা এই ক্লাব ৩৫ বছরের রুনির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে।

রুনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৫৩ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ ২৫৩ গোল করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডে কিছু দিন খেলে এক বছর আগে একইসঙ্গে ফুটবলার-কোচ হিসেবে ডার্বি কাউন্টিতে যোগ দেন সাবেক ইংলিশ অধিনায়ক। নতুন ক্লাবে এখন পর্যন্ত খেলেছেন ৩৫টি ম্যাচ। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!