• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাশরাফির মহানুভবতা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০২১, ০৬:৪৬ পিএম
মাশরাফির মহানুভবতা

ঢাকা: করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের জরুরি চিকিৎসায় এক মাসের বেতনের টাকা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের কাছে এক লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমন্বয়ক খসরুল আলম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ।

নড়াইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যসেবা টিম করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সার্ভিসসহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। এ কাজগুলো আরও গতিশীল করতে মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!