• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:৩৮ পিএম
রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বাংলাদেশের সফলতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-টেন কিংবা আইএল টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে নিয়মিত খেলেছেন তিনি।

সাকিব আল হাসান জানিয়েছেন, দেশের হয়ে খেলার মতো ফিটনেস ধরে রাখতেই যে তিনি এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। সাকিব বলেন, খেলা থামালেও রাজনীতি চালিয়ে যাবেন।

সাবেক ইংলিশ তারকা মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অংশ নিয়ে সাকিব বলেন, দেশের মাটিতে ভক্তদের সামনে একটি বিদায়ী সিরিজ খেলার আশাতেই তিনি এখনো নিজেকে ফিট রাখছেন। ক্রিকেট জীবন শেষ করার আগে তার এই শেষ ইচ্ছাটি এখনো অপূর্ণ।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে।’ তিনি বলেন,‘এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারান সাকিব। সেই সময় থেকে দেশের বাইরে থাকা এই তারকা একাধিক মামলায় আসামি হয়েছেন এবং দেশে ফিরতে পারেননি। গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে তিনি শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!