• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে অংশ নিতে টোকিও যাত্রা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০২১, ০৯:৩৮ পিএম
অলিম্পিকে অংশ নিতে টোকিও যাত্রা

ঢাকা: আজ সন্ধ্যায় টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবং শুটার আবদুল্লা হেল বাকী। সঙ্গে যাচ্ছেন আরচারির দলনেতা ও সাধারন সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও কোচ মার্টিন ফ্রেডরিক এবং শুটিং কোচ গোলাম শফিউদ্দিন খান শিপলু। আগামীকাল জাপান সময় দুপুরের পর তারা টোকিও পৌছাবেন। 

টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৬ ক্রীড়াবিদ। তারা হলেন- দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ, অ্যাথলেট জহির রায়হান ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেলে জাপান পৌঁছাবেন তারা। ক্রীড়াবিদদের টোকিও যাওয়ার আগেই সেখানে পৌঁছেছেন অফিসিয়াল ৩ জন। তারা হলেন- কন্টিনজেন্টের অলিম্পিক অ্যাটাসি ফখরুদ্দিন হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান।

সাঁতারু আরিফুল ইসলাম শনিবার ফ্রান্স থেকে জাপানের উদ্দেশে রওনা দেবেন। জুনাইনা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে টোকিও যাবেন ২৬ জুলাই। অ্যাথলেট জহির রায়হান ও তার কোচ আবদুল্লাহ হেল কাফি জাপান যাবেন ২৫ জুলাই।

সোনালীনিউজ/এআর
 

Wordbridge School
Link copied!