• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সবাই স্বীকার করবে লিটন ক্লাস ব্যাটার 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৬, ২০২১, ০৭:১০ পিএম
সবাই স্বীকার করবে লিটন ক্লাস ব্যাটার 

ঢাকা: অবশেষে টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। পতুল্লায় ২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক লিটনের। এ সংস্করণে সেঞ্চুরি পেতে তার সময় লাগল ছয় বছর!

৭৮তম ওভারে নোমান আলীর বলে ঝুঁকিপূর্ণভাবে ১ রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন। টেস্টে পঞ্চম উইকেটে বাংলাদেশ সর্বোচ্চ রানের জুটি দেখেছে সাকিব-মুশফিকের সৌজন্যে। ২০১৭ সালে ওয়েলিংটনে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। আজ এই পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে আপাতত পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়ে ব্যাট করছেন মুশফিক-লিটন। 

ম্যাচ শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মনে করছেন, টেস্টে লিটন দাসের প্রথম সেঞ্চুরির পর যে কেউই লিটনকে ‘ক্লাস ব্যাটার’ হিসেবে মেনে নিতে বাধ্য। টেস্ট ক্রিকেটে শিষ্যের এমন পারফরম্যান্সে স্বস্তিও প্রকাশ করেছেন এই দক্ষিণ আফ্রিকান।

পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে শতক তুলে নিয়ে লিটন শুধু দলকে খাদের কিনার থেকেই তোলেননি, একইসাথে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ছিল নজরকাড়া কিছু শটও।

লিটনের এমন পারফরম্যান্স দেখে তার নিন্দুকও যেন ভক্ত হয়ে যেতে বাধ্য। প্রিন্স বলেন, ‘তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল, অল্পের জন্য শতক পায়নি। আজ শতক করতে পেরেছে।’ 

গত কয়েক মাস রান খরায় থাকায় লিটন রানে ফিরতে খুব বেশি কিছু পরিবর্তন করেননি। প্রিন্স জানান, ‘দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে।’ 

প্রথম দিনের খেলা শেষ করার আগে লিটন চোট পেয়েছেন, যা পারফরম্যান্সে পাওয়া স্বস্তির পাশাপাশি দুশ্চিন্তা জাগাচ্ছে টাইগারদের। ব্যাটিং কোচ বলেন, ‘দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!