• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরতে বসেছিলেন স্টোকস


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২১, ০৬:৩৭ পিএম
মরতে বসেছিলেন স্টোকস

ঢাকা: বেন স্টোকসের এমন অবস্থা হয়েছিল ভেবেছিলেন, আর বুঝি বাঁচবেন না তিনি। সাহায্যের জন্য কাউকে যে ডাকবেন, সে উপায়ও ছিল না। কিন্তু ভাগ্য ভালো, অবশেষে সব ঠিক হয়েছে। জানে বেঁচেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ওষুধ গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যে মারাই যেতে বসেছিলেন স্টোকস!

ইংল্যান্ড দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজের প্রস্তুতিতে ব্যস্ত, তার মধ্যে হোটেলে নিজের কক্ষে এমন দুঃস্বপ্নের মতো মুহূর্তের সাক্ষী হওয়ার কথা ইংলিশ দৈনিক ডেইলি মেইলে নিজের লেখা কলামে জানিয়েছেন স্টোকস।

দুঃস্বপ্নসম মুহূর্তটার বর্ণনা দিয়েছেন ডেইলি মেইলে লেখা নিজের কলামে, ‘যতক্ষণ পর্যন্ত ওষুধটা বের হয়নি, তার আগপর্যন্ত আমি ভেবেছিলাম, এখানেই আমার শেষ। আমি নিজের কক্ষে একা ছিলাম। ওষুধটা গলায় আটকে গিয়েছিল, ওখানেই আস্তে আস্তে গলতে শুরু করল। নিশ্বাসই নিতে পারছিলাম না তখন। মনে হচ্ছিল, আমার মুখে আগুন লেগেছে। অত বিশদে যাব না, শুধু বলি, রোববার আমার মুখে যত লালা দেখেছি, এমনটা জীবনে আর কখনো দেখিনি। সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম।’ 

হাতে বল লাগার আর শ্বাসনালিতে ওষুধ আটকে যাওয়া...দুটি ঘটনার পর এখন স্টোকসও আশায়, এমন আর কিছু না হোক, ‘ওটা হয়েছে (গলায় ওষুধ আটকানো) আমি হোটেলে কক্ষে ফেরার পর। তখন হিসাব করছিলাম, কী একটা দিনই না গেল! অ্যাড্রেনালিনের ধকল কমে গেছে, আমি ক্লান্ত ছিলাম। আপাতত এটাই স্বস্তি যে আমি এখানে বসে এখন পুরো গল্প বলতে পারছি। তবে আশা করি, টেস্টের আগে আমাকে ঘিরে সব নাটক এখন শেষ হয়ে গেছে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!