• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিতকে আউট করার কৌশল আমিই বলেছিলাম


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩, ২০২১, ০৫:০২ পিএম
রোহিতকে আউট করার কৌশল আমিই বলেছিলাম

ঢাকা: বিশ্বকাপে মোট ১৩বারের দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে এমন কীর্তি গড়ায় আনন্দে ভেসেছে পুরো পাকিস্তান। এ জয়ের অন্যতম রূপকার ছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিতে শুরুতে দুই বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে বিদায় করেন শাহিন। রোহিতকে আউট করার কৌশল পাকিস্তান দলকে বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা। বিশ্বকাপ খেলতে বাবর আজমরা দেশ ছাড়ার আগেই এ কৌশল শিখিয়ে দিয়েছিলেন রমিজ।

বিবিসি পডকাস্টে পিসিবি চেয়ারম্যান বলেছেন, 'বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে প্রধান নির্বাচককে নিয়ে আমার কাছে এসেছিল বাবর আজম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভারতের বিপক্ষে দলের পরিকল্পনা কী?' 'বাবর তখন উত্তর দিলো, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা ক্রিকভিজ (ক্রিকেটীয় ডাটা এনালিস্ট) ব্যবহার করি, সেই অনুযায়ী তথ্য পেয়ে থাকি।'

'এটি শোনার পর আমি বললাম, বুঝতে পেরেছি। তবে ভারতও নিশ্চয়ই ক্রিকভিজ ব্যবহার করবে এবং তোমাদের বিপক্ষে নির্ধারিত পরিকল্পনা করেই এগুবে। তাই এটি আমাদের জন্য কোনো কাজেরই না।'

এসময় রোহিতকে আউট করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'আমি তোমাকে (বাবর) বলতে পারি রোহিতকে কীভাবে আউট করতে হবে। শর্ট লেগ এবং থার্ডম্যানে ফিল্ডার রেখে শাহিনকে দ্রুতগতির ইনসুইং ইয়র্কার করতে বলবে। সিঙ্গেল আটকে রেখে তাকে স্ট্রাইকে রাখবে। এভাবেই আউট করতে পারবে।'

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!