• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অবশেষে দল পেলেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২১, ০১:২২ পিএম
অবশেষে দল পেলেন মাশরাফি

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে এ ড্রাফট।

ড্রাফটের প্রথম করে দল পেয়েছেন জাতীয় দলে ওপেনা তামিম ইকবাল খান। ঢাকা দলে ভিড়িয়েছে ঢাকা। লিটন দাসেকে নিয়েছে কুমিল্লা। সৌম্য সরকারকে নিয়েছে খুলনা। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে সিলেট। সোহানকে বরিশাল এবং পেসার শরিফুল ইসলামকে নিয়েছে চট্টগ্রাম।

ড্রাফটের দ্বিতীয় কলে শেখ মেহেদি হাসানকে নিয়েছে খুলনা। পেসার শহিদুল ইসলাম নিয়েছে কুমিল্লা। পেসার রুবেল হোসেন নিয়েছে ঢাকা। মোহাম্মদ মিথুনকে নিয়েছে সিলেট। চট্টগ্রাম নিয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। বরিশালকে নিয়েছে নাজমুল হাসান শান্তকে।

অবশেষে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাকে দ্বিতীয় ড্রাফটের প্রথম কলে নিয়ে নিয়েছে ঢাকা।   

ড্রাফটে আগেই জানা গেল, ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে জানা গিয়েছিল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস।

ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষপর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনযোগী হয় বরিশাল।

বরিশাল দলটিতে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এছাড়া বিদেশিদের এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকা। এবার ৩য় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!