• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একাদশে মাশরাফি, ব্যাটিংয়ে ঢাকা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৫, ২০২২, ১২:১৬ পিএম
একাদশে মাশরাফি, ব্যাটিংয়ে ঢাকা

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সসার্স। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে খেলাটি। 

এরই মধ্যে টস হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আর এই ম্যাচ দিয়ে ৪০২ দিন পর মাঠে ফিরছেন মাশরাফি।

চলতি আসরে এখন পর্যন্ত কোন ম্যাচে জয় না পাওয়া একমাত্র দল সিলেট সিক্সসার্স। দলটির লক্ষ্য নিজেদের দ্বিতীয় খেলায় ঢাকাকে হারিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো। অপরদিকে মিনিস্টার গ্রুপ ঢাকার লক্ষ্য দুই খেলায় হারের পর পাওয়া জয়ের ধারা ধরে রেখে আজ সিক্সসার্সের বিপক্ষে জয় তুলে নেওয়া।

মিনিস্টার ঢাকা একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও হাসান মুরাদ।

সিলেট সানরাইজার্স একাদশ : এনামুল হক বিজয়, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সোহাগ গাজী, মুক্তার আলী, সানজামুল ইসলাম, নাজমুল ইসলাম, তাসকিন আহমেদ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!