• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশে একাকী ঈদে স্মৃতিকাতর মুস্তাফিজ


ক্রীড়া ডেস্ক মে ৩, ২০২২, ১১:২৮ পিএম
বিদেশে একাকী ঈদে স্মৃতিকাতর মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান ও মিয়া পারভীন শিমু। ছবি: সংগৃহীত

ঢাকা : আইপিএলে খেলার কারণে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ঈদ কাটছে পরিবার থেকে দূরে একাকী। সেখান থেকেই ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলেছেন নিজের ঈদস্মৃতি।

মঙ্গলবার (৩ মে) ঈদের সকালে স্ত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান মুস্তাফিজ।

এরপর দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক থেকেও শুভেচ্ছা বার্তা পাঠান কাটার মাস্টার। তাঁর সঙ্গে ভিডিও বার্তা দেন সরফরাজ ও খলিল আহমেদও।

ভিডিওর ক্যাপশনে দিল্লি লিখেছে, ‘আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক।’

ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চারভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না।’

সরফরাজ নিজের ঈদের স্মৃতি শেয়ার করে বলেন, ‘আমরা সকালে উঠে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ে কোলাকুলি করি। তারপর সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। ঈদের সালামি নেই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।’

আরেক ক্রিকেটার খলিল বলেন, ‘আমার ও দিল্লির অধিনায়কের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। খুশিতে থাকুন, আনন্দ করুন। আর ঈদের সালামি নিতে ভুল করবেন না।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!