• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ উইম্বলডনে ক্যারিয়ার সেরা অর্জন সানিয়া মির্জার


ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২২, ০৪:১৪ পিএম
শেষ উইম্বলডনে ক্যারিয়ার সেরা অর্জন সানিয়া মির্জার

ঢাকা: সানিয়া মির্জা আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুমের পর তিনি আর পেশাদার টেনিসে খেলবেন না। সেই ঘোষণা মত এটাই সানিয়ার শেষ উইম্বলডন।   

নারী দ্বৈত বিভাগে ব্যর্থ হলেও মিশ্র দ্বৈতে শিরোপার পথে এগিয়ে গেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়া-পেভিক। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কি। চতুর্থ বাছাই এই জুটির বিরুদ্ধে দারুণ লড়তে হলো দু’জনকে। এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে অবশ্য শেষ হাসিটা হেসেছেন সানিয়ারাই। 

লড়াইয়ের প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারা। তৃতীয় সেটে সানিয়াদের দারুণ প্রত্যাবর্তন বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় ডাবরস্কিদের। তাতেই ৭-৫ ব্যবধানের জয় তুলে নিয়ে তারা চলে যান প্রতিযোগিতার সেমিফাইনালে।

৬-৪, ৩-৬, ৭-৫ ব্যবধানের জয়ে ক্রোয়েশিয়ার মেট পেভিককে সঙ্গে নিয়ে সেমিফাইনালে পৌছানো উইম্বলডনের মিশ্র দ্বৈতে সানিয়ার সর্বোচ্চ অর্জন।

বাছাইক্রমের হিসেবে অবশ্য সানিয়াদের সেমিফাইনালের প্রতিপক্ষ তুলনামূলক ‘সহজও’ হয়ে যেতে পারে। শেষ আটে যেখানে চতুর্থ বাছাইয়ের বিপক্ষে খেলতে হয়েছিল তাদের, সেখানে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়ে যেতে পারে চলতি উইম্বলডনের সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা অস্টাপেঙ্কো জুটি। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!