• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

কুরবানের ঈদ একা একা কাটবে আশরাফুলের 


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২২, ০৬:৫৫ পিএম
কুরবানের ঈদ একা একা কাটবে আশরাফুলের 

ঢাকা: আসন্ন ঈদুল আযহা একা একাই করতে হবে মোহাম্মদ আশরাফুলকে। মাইনর কাউন্টির বাকি অংশ খেলতে কাল শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন।

আশরাফুল এবার মাইনর কাউন্টিতে লানিংটন পার্কে নাম লিখিয়ে ব্যাট হাতে দারুণ মৌসুম কাটাচ্ছেন। চার মাসের চুক্তিতে দলটির হয়ে খেলবেন তিনি। মাঝে খেলা না থাকায় কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। 

ছুটি শেষে বাকি অর্ধেক টুর্নামেন্ট খেলতে আবার ফিরে যেতে হচ্ছে তাকে। এবারের ঈদটা তাই দেশের বাইরে পরিবার ছাড়া একাই করবেন বলে জানালেন, ‘এবার দেশের বাইরে ঈদ হচ্ছে। পরিবারের সবাই দেশে থাকবে, আমি ইংল্যান্ডে। ওদের আগামী মাসে নেওয়ার চিন্তাভাবনা আছে, ইনশাআল্লাহ্‌।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School