• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপের আগে হাসপাতালে নাসিম শাহ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:০৪ পিএম
বিশ্বকাপের আগে হাসপাতালে নাসিম শাহ

ছবি : সংগৃহীত

ঢাকা : পাকিস্তানে এখন সফর করছে ইংল্যান্ড। সেই সফরের পঞ্চম ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই দল। তবে সেই ম্যাচে নাসিম শাহকে পাওয়া যাবে না, জানিয়েছেন দলের এক মুখপাত্র।

এশিয়া কাপে দারুণ করে পাকিস্তানকে ফাইনালে নিয়েছিলেন নাসিম শাহ, এবার প্রস্তুতি নিচ্ছিলেন বিশ্বকাপের। ঠিক এই সময় নাসিমকে ভর্তি হতে হলো হাসপাতালে। 

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

দলের মুখপাত্র জানিয়েছেন, তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে তার, সিরিজের পরের দুই ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেটা নির্ভর করবে মেডিক্যাল রিপোর্টের ওপর।

শেষ তিন ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন। এরপর জানা গিয়েছিল, আজ বুধবারের ম্যাচেও খেলার সম্ভাবনা নেই। এবার তাকে হাসপাতালেই ভর্তি করতে হলো।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!