• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

এক লাফে তিন কোটি রুপি বেতন বাড়ছে কোহলিদের 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:০৫ পিএম
এক লাফে তিন কোটি রুপি বেতন বাড়ছে কোহলিদের 

ঢাকা: এমনিতেই ভারতীয় ক্রিকেটারদের বেতন আকাশছোঁয়া। এর উপর আবারো বড় অঙ্কের বেতন বাড়ছে রোহিত-কোহলিদের। শুধু কোহলি যে বেতন পান, তা হিসাব করলে পাকিস্তান ক্রিকেট দলের পুরো বেতনের সমান। কোহলি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে বছরে ৭ কোটি টাকা বেতন পান। অথচ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পান মাত্র ৬ লাখ টাকার কিছু বেশি। 

পাকিস্তান এ, বি ও সি এই তিন গ্রেডে ক্রিকেটারদের বেতন দেয়। বছরে তাদের খরচ হয় সাড়ে ৭ কোটি টাকা। অথচ ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলিরা একজনই পাকিস্তানের সব ক্রিকেটারের সমান বেতন নেন।  

বিসিসিআইয়ের নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যেক ক্রিকেটারের বেতন ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হতে যাচ্ছে। 

একটি সূত্রে জানা যায়, ভারতের এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭ কোটি থেকে বেড়ে ১০ কোটি টাকা হচ্ছে। আর এ, বি ও সি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বেড়ে ৭, ৫ ও ৩ কোটি হতে যাচ্ছে। 

বেতন বাড়ানো প্রসঙ্গে বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলছেন, প্রতি পাঁচ বছর পরপর ক্রিকেটারদের বার্ষিক বেতন বাড়ে। তাছাড়া এখন ক্রিকেট ম্যাচের সংখ্যাও অনেক বেড়েছে। তাই ক্রিকেটারদের বেতন বাড়ানো উচিত।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!