• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ  


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৯, ২০২৩, ১০:১৩ পিএম
পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ  

ঢাকা: চলতি বিপিএলে বড় তারকা বলতে যারা বাংলাদেশে এসেছেন, সিংহভাগই পাকিস্তানি। ঢাকা ডমিনেটরস ছাড়া বাকি ছয় ফ্র্যাঞ্চাইজিতেই পাকিস্তানের খেলোয়াড় রয়েছেন।

মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজরাই বিপিএল মাতিয়ে রেখেছেন। কিন্তু হঠাৎই পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল ছাড়ার নির্দেশ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পিএসএল শুরু হতে চলায় বিপিএল ছেড়ে দ্রুত তাদের দেশে ফিরতে বলেছে পিসিবি। 

আগামী রোববার বেলুচিস্তানে একটি প্রদর্শনী ম্যাচ থাকায় বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। যদিও বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রিজওয়ান-নাসিমদের পাওয়ার আশা করেছিল। বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারও বোর্ডের কাছে বাংলাদেশে আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে সে অনুরোধ রাখেননি শেঠি।

গতকাল একটি অনুষ্ঠানে শেঠি বলেছেন, ‘বেলুস্তিচানকে ঝামেলাপূর্ণ প্রদেশ মনে করা হয়। কোয়েটায় (বেলুচিস্তানের রাজধানী) প্রদর্শনী ম্যাচ আয়োজনের মাধ্যমে আমরা ভুল ধারণা ভেঙে সুন্দর ভাবমূর্তি গড়ে তুলতে চাই। সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করতে হবে।’

প্রদর্শনী ম্যাচের সঙ্গে পাকিস্তানের জাতীয় স্বার্থ জড়িত জানিয়ে শেঠি আরও বলেছেন, ‘পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে জানিয়েছে, কয়েকজন খেলোয়াড় বিপিএল ছাড়তে আগ্রহী নয়। চার-পাঁচজন পুরো বিপিএল খেলে আসতে চায়। কিন্তু আমি পরিষ্কার বার্তা দিতে চাই, জাতীয় স্বার্থে ওদের ফিরে আসতে হবে।’

খেলোয়াড়েরা বোর্ডের অধীন হওয়ায় তারা যখন ডেকে পাঠাবে, তখনই আসা উচিত বলে মত পিসিবি চেয়ারম্যানের, ‘আমরা যেকোনো মুহূর্তে খেলোয়াড়দের ডেকে পাঠাতে পারি। চুক্তি অনুযায়ী সেই অধিকার আমাদের আছে। বিশ্বজুড়ে এ রকমই হয়ে আসছে। জানি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ পূরণ করে ওরা আরও কিছু অর্থ উপার্জন করতে চায়। কিন্তু জাতীয় স্বার্থ পূরণে ওদের আমাদের প্রয়োজন।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!