• ঢাকা
  • সোমবার, ২৯ মে, ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

মানিককে ছাঁটাই করে আলফাজকে দায়িত্ব দিল মোহামেডান


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৮, ২০২৩, ০৮:১৬ পিএম
মানিককে ছাঁটাই করে আলফাজকে দায়িত্ব দিল মোহামেডান

ঢাকা : গুঞ্জনই সত্যি হলো। শফিকুল ইসলাম মানিককে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন সহকারী কোচ আলফাজ আহমেদ।

এবারের প্রিমিয়ার লিগে একেবারেই ভালো করছে না মোহামেডান। প্রথম পর্বের ১০ ম্যাচে জিতেছে মাত্র তিনটিতে। ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে।

যদিও ফেডারেশন কাপে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাদা-কালোরা। কিন্তু লিগের ব্যর্থতার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছিল অভিজ্ঞ কোচ মানিককে।

সূত্রের খবর, ৬ মার্চ ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের সঙ্গে টেকনিক্যাল কমিটির আলোচনায় মানিকের বিদায় নিশ্চিত হয়ে যায়।

আলফাজের অধীনে ১০ মার্চ থেকে শুরু হবে মোহামেডানের অনুশীলন। এর আগে ২০২১ সালে মোহামেডানের সেসময়কার কোচ শন লেনের অনুপস্থিতিতে তিন ম্যাচে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আলফাজ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School