• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বড় স্কোরের দিকে বাংলাদেশ, ছুটছে শান্ত


ক্রীড়া ডেস্ক মার্চ ২০, ২০২৩, ০৪:২৫ পিএম
বড় স্কোরের দিকে বাংলাদেশ, ছুটছে শান্ত

ঢাকা: প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও রানের পাহাড় গড়তে যাচ্ছে বাংলাদেশ। শান্ত-সাকিব জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ৩১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান। শান্ত ৭০ বলে ৬৬ রান করে অপরাজিত। সাকিব ব্যাট করছেন ১৫ রানে।

এর আগে রানের গতি বাড়িয়েছিলেন লিটন, নাজমুল অবশ্য এমন গতিতে খেলছেন শুরু থেকেই। তামিম ইকবাল রানআউট হয়ে ফিরেছিলেন দশম ওভারে, বাংলাদেশের রান ছিল ৪২। লিটন ও নাজমুলের জুটি পেরিয়ে যায় ১০০। 

এবং আলগাভাবে আউট হলেন লিটন! কার্টিস ক্যাম্ফারের শর্ট লেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়েছেন লিটন। 

অতি-আত্মবিশ্বাসের মাশুল দিলেন লিটন। সেঞ্চুরিকে বেশ নাগালের মধ্যেই মনে হচ্ছিল, সেটিই ছুড়ে এলেন বাংলাদেশ ওপেনার। অবশেষে কাঙ্খিত উইকেটের দেখা পেল আয়ারল্যান্ড

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!