• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২৩, ১২:৫৫ পিএম
এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প

ঢাকা:  লিওনেল মেসি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তার কাছে নতুন কিছু নয়। কিন্তু এবারের স্বীকৃতিটা যেন আরেকটু স্পেশাল। এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি। এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’

সোমবার দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে আর্জেন্টাইনরা কী উৎসবের উপলক্ষ তৈরি করে, কে জানে!

এর আগে টুইটে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা দেন তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!