• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত


স্পোর্টস ডেস্ক জুন ৭, ২০২৩, ০৩:২৮ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

ঢাকা: এবারের আসরে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তবে তার আগেই বড় ধাক্কা অজি শিবিরে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। অপরদিকে ভারতীয় দলেও রয়েছে চোটের প্রভাব। রোহিত শর্মারা এবার দলে পাচ্ছেন না জশপ্রীত বুমরাহ, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের।   

ইঞ্জুরির কারনে রোহিত পাচ্ছে না জশপ্রীত বুমরাহ, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারদের। অপরদিকে অস্ট্রলিয়া শিবিরে ও রয়েছে ইঞ্জুরির হানা। অজি পেসারদের অন্যতম ভরসা জশ হ্যাজেলউডকে পাচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সের দল। 

জানা গেছে, ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য কালো ব্যাচ পরে মাঠে নামবেন রোহিতরা। 

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, , মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ,ওমেস জাদভ। 

হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে ভারতীয় দলে চিন্তার ভাঁজ তাদের একাদশ সাজানো নিয়ে। এই অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়াও, তবে দুই দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ইংল্যান্ডের ওভালে কেমন উইকেট হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে পেস সহায়ক উইকেট হবে বলে অনেক বিশ্লেষকদের ধারণা। 

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার ,উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ,এলেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোলান্ড।

সোনালীনিউজ/এএইচকে/আইএ

Wordbridge School
Link copied!