• ঢাকা
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

বিশাল জয়ে সিরিজ লঙ্কানদের 


স্পোর্টস ডেস্ক জুন ৭, ২০২৩, ০৩:৩৪ পিএম
বিশাল জয়ে সিরিজ লঙ্কানদের 

ঢাকা: লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ে চমক দেখিয়েছিলো আফগানিস্তান। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান।তবে পরের দুই ম্যাচে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। 

বুধবার (৭ জুন) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাহিন্দ্রা রাজাপাকশা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তানক।লঙ্কান বোলিং তোপের মুখে মাত্র ১১৬ রানে আলআউট হয় আফগানিস্তান। ব্যাট হাতে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান ২৩ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৩ রান, ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন নাইব করেন ২০ রান।

এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান।শ্রীলঙ্কার হয়ে চামিরা নেন ৪ উইকেট, হাসারাঙ্গা ৩ টি ,লাহিরু কুমারা ২ টি ও থিকসানা নেন ১ টি উইকেট ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় শ্রীলঙ্কা।পাথুম নিশানাক ৫১ রান ,দিমুথ কারুনারাত্নে ৫৬ ও কুশাল মেন্ডিস ১১ রানে অপরাজিত থাকেন। ৩৪ ওভার হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। ৯ ওভারে ৬৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চামিরা।

সোনালীনিউজ/এইচকে/আইএ

Wordbridge School