• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রীলংকার কাছে হারের পর রিয়াদকে নিয়ে যা বললেন পাপন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৩, ১২:০০ পিএম
শ্রীলংকার কাছে হারের পর রিয়াদকে নিয়ে যা বললেন পাপন

ঢাকা: পাকিস্তানের পর শ্রীলংকার বিপক্ষেও এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে হারল বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করেছে টাইগাররা। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেদিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও।

বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল, এমন অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে টাইগাররা জয় পেত কিনা? এমন প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দেননি পাপন। তিনি বলেন, এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলংকার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না, হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে।

এদিকে কালকের হারের পর দল প্রসঙ্গে বিসিবি বস বলেছেন, তিনি চিন্তিত নন কারণ টাইগাররা এখন পূর্ণশক্তির দল নিয়ে খেলছে না। এখন যাদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের এখানে খেলার কথা না বলেও মন্তব্য করেন তিনি।

চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাদে প্রত্যেক ম্যাচেই ১০০ করার আগেই কমপক্ষে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে শ্রীলংকা, এরপর সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলংকা; টপ অর্ডারের ব্যর্থতার এই বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। মাঝে দুয়েকটা ভালো ইনিংস কিংবা জুটি দাঁড়ালেও লোয়ার অর্ডারে আবার ধস। ব্যর্থতার একই গল্পে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ফলে পরাজয়ের বৃত্ত থেকেও বের হওয়া যাচ্ছে না।

সুপার ফোরে ডু অর ডাই ম্যাচে এদিন টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সাদিরা সামারাবিক্রামার ৯৩ রানের দুর্দান্ত একটি ইনিংসে ২৫৭ রান করে লংকানরা। ২৫৮ রানের জবাব দিতে নেমে ১১ বল বাকি থাকতেই ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। হার দেখতে হয় ২১ রানের।

এমএস

Wordbridge School
Link copied!