• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এশিয়া কাপ

মাঠ কর্মীদের সঙ্গে কাজ করে প্রশংসায় ভাসছেন ফখর


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:৪১ পিএম
মাঠ কর্মীদের সঙ্গে কাজ করে প্রশংসায় ভাসছেন ফখর

ঢাকা: আবহাওয়ার পূর্বাভাসে আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা ছিল। অবশেষে সেটিই হল। বৃষ্টি হানা দিলো ভারত-পাকিস্তান ম্যাচে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। 

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে তাণ্ডব চালালেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি।

এ সময় পিচ ও মাঠকে রক্ষার জন্য মাঠকর্মীদের সঙ্গে কাজে লেগে গিয়েছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামানও। এমন একটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্রিকেট ভক্তদের প্রশংসায়ও ভাসছেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত। কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন।

আগের ম্যাচে পাকিস্তানি পেসারদের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে শুরুটা কিছুটা নড়বড়ে থাকলেও আজ রোহিত ও গিল খেলেছেন মারমুখী ভঙ্গিমায়।

এআর

Wordbridge School
Link copied!