• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো যত টাকা পেল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:২৫ এএম
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো যত টাকা পেল

ঢাকা : ইতিমধ্যে পর্দা নেমেছে এশিয়া কাপের ১৩তম আসরের। ভারতের রেকর্ড অষ্টমবারের শিরোপা নিজেদের করে নিয়েছে। ফাইনালে উড়ন্ত ভারতের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা।

গত রোববার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে জয়ের পর মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। একইদিনে ছয় জাতির এই টুর্নামেন্টের অন্য দলগুলোও পেয়েছে প্রাইজমানি।

এবারের ফাইনালের জন্য ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার) বরাদ্দ ছিলো। এর মধ্যে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন দল ভারত ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্স-আপ শ্রীলঙ্কা ১ কোটি টাকারও বেশি পেয়েছে।

এবারের আসরে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি সব দলের জন্যই প্রাইজমানি বরাদ্দ ছিলো। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ৬৮ লাখ টাকার (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার) এবং চতুর্থ স্থানে থাকা পাকিস্তান ৩৪ লাখ টাকারও বেশি প্রাইজমানি পেয়েছে। পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা আফগানিস্তান ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার) পেয়েছে।

এ ছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা করে পেয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!