ঢাকা: অবশেষে শুরু হচ্ছে খেলা। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ৪-৩০ মিনিটে শুরু হবে খেলা। ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে।
মনে করিয়ে দেওয়া দরকার, ৪.৩ ওভার পর বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। উইল ইয়াং ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ৯ রানে।
৪টার একটু আগেই পর্যবেক্ষণে নামেন আম্পায়াররা। পিচের ওপর থেকে চট সরানো হয়েছিল। কিন্তু ফিরে এসেছে সেটি। ২-২৩ মিনিটের দিকে বন্ধ হয়েছিল খেলা। দেড় ঘণ্টা পেরিয়ে যাচ্ছে তাই। ফলে ওভার কাটাও শুরু হয়ে যায় তখন থেকেই।
এর আগে ইনিংসে প্রথম ওভার করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন বলের মধ্যে দুটি করেছেন ওপেনার ফিন অ্যালেনের পায়ে। পরের দুটি স্টাম্পে করে শেষ বলটি আবারও অ্যালেনের পায়ের ওপর করলেন। কোনো সুইং বা সিম মুভমেন্ট নেই।
এরপর তানজিম হাসান সাকিব প্রথম ওভার করার আবারো বোলিংয়ে আসেন মোস্তাফিজ। দুজনে মিলে এরই মধ্যে ৪.৩ ওভার বল করে খরচ করেছেন ৯ রান। ক্রিজে আছেন ফিন অ্যালেন ও উইল ইউং।
এআর







































