ঢাকা: প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ৪-৩০ মিনিটে শুরু হয়েছে খেলা। ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে। বিরতির আগেও ঠিক স্বস্তিতে ছিলেন না, তবে আগের ওভারের শেষ বলে চার মেরে একটু ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন অ্যালেন।
সেটি টিকল না। মোস্তাফিজ সিমের ওপর হাত ঘুরিয়ে কমিয়ে এনেছিলেন গতি, রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি বেরিয়ে যাচ্ছিল অ্যালেনের কাছ থেকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন সেটি অ্যালেন।
ভুল লাইনে খেলেছেন, হয়েছেন এজড। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন দলে ফেরা নুরুল, আগের ওভারে কঠিন একটি সুযোগ হাতছাড়া করেছিলেন যিনি। সপ্তম ওভারে প্রথম উইকেট নেই নিউজিল্যান্ডের, ১৪ রানের মাথায়।
নিউজিল্যান্ডের স্কোর ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫ রান।
এআর







































