ঢাকা: ফিরে এসেছে বৃষ্টি। শুরু হয়েছে গ্রাউন্ডসম্যানদের তৎপরতা। ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের। বৃষ্টির কারণে এ ম্যাচ আগেই নেমে এসেছে ৪২ ওভারে। সেটি কমে আসবে আরও নিশ্চিতভাবেই।
দ্রুত ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রান যোগ করে নিউজিল্যান্ড। যদিও নাসুমের মুখোমুখি প্রথম ১৩ বলে ইয়াং রান নিতে পারেননি।
এরপর পায়ের ব্যবহার করেছিলেন, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলছিলেন। সেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেই এবার নিজের বিপদ ডেকে আনলেন ইয়াং।
টার্নে পরাস্ত হয়েছেন, বাকি কাজ সেরেছেন উইকেটকিপার নুরুল। নিকোলস ফেরার পর ইয়াং-ও টিকলেন বেশিক্ষণ। ৯১ বলে ৫৮ রানে শেষ হয়েছে তার ইনিংস।
এ উইকেটটি দরকার ছিল খুব করেই বাংলাদেশের। সেটি এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ফিরেই আঘাত করেছেন বাংলাদেশ পেসার, ইনিংসে তৃতীয়বারের মতো। এবার তার শিকার হেনরি নিকোলস। এলবিডব্লিউ হয়েছেন তিনি। বেশ বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছিল বলটি। নিকোলস অবশ্য রিভিউ নিয়েছিলেন, তবে কাজে আসেনি সেটি। মোস্তাফিজের আঘাতে ভাঙলেন ৯৭ রানের জুটি। নিকোলস থেমেছেন ৪৪ রানে।
নিউজিল্যান্ডের স্কোর ৩২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান। ক্রিজে আছেন ব্লান্ডেল আর ম্যাককনি।
এআর







































