• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৩৫ পিএম
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা 

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগে বড় এক ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে আবার নতুন করে চোট পান লঙ্কার স্পিনার। হ্যামস্ট্রিং গ্রেড-৩ ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে তার। 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বলেন, 'বিশ্বকাপের বেশিরভাগ সময় হাসারাঙ্গার পক্ষে ফিট থাকা সম্ভব নয়।' লিগ পর্বের শেষ দিকে হাসারাঙ্গাকে পাবার আশায় তাকে বিশ্বকাপ দলে রাখতে পারেন নির্বাচকরা। কিন্তু চিকিৎসকের ধারণা, এ ধরনের পদক্ষেপে ঝুঁকি বেশি থাকবে।

হাসারাঙ্গাকে নিয়ে চিন্তা থাকলেও, সুসংবাদ পাচ্ছে শ্রীলংকা। ইনজুরি থেকে সুস্থ হবার পথে পেসার দুশমন্থ চামিরা ও স্পিনার মহিশ ঠিকসানা। এ দুই বোলার বিশ্বকাপে দলে ভূমিকা রাখতে পারবেন আশা করা হচ্ছে।

এআর

Wordbridge School
Link copied!