ঢাকা: অলরাউন্ডার হাসারাঙ্গার জন্য অপেক্ষা করেছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। তাইতো এই তারকাকে ছাড়াই দল ঘোষণা করতে হয়েছে শ্রীলঙ্কাকে।
তবে আরেক বিতর্কিত ইস্যুতে শক্ত অবস্থানেই ছিল বোর্ড কর্তারা। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকে বিশ্বকাপে অধিনায়ক করা হবে কিনা সেই নিয়ে বিতর্ক উঠেছিল। তাতেও অন্যকিছু হতে দেয়নি তারা। শানাকাই থাকছেন অধিনায়ক হিসেবে।
ঘোষিত দলে আছেন ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করা পেসার লাহিরু কুমারাও। তবে আরেক নির্ভরযোগ্য পেসার দুশমান্থ চামিরাকে রাখা হয়নি। এছাড়া এশিয়া কাপের বাকি সবাইকে নিয়েই ভারতে যাচ্ছে '৯৬ এর বিশ্বকাপজয়ীরা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারবিক্রমা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, দুশান হেমন্থ, দিলশান মধুশানকা, মাহিশ থিকশানা, মাহিশ পাথিরানা এবং লাহিরু কুমারা।
এআর







































