ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দল পাঠায়নি নিউজিল্যান্ড। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামে কিউইরা।
বাংলাদেশের ঘরের মাঠে যেখানে শক্তিশালী দলগুলো এসে খাবি খায়। সেখানে পুঁচকে নিউজিল্যান্ড দল এসে বাংলাদেশকে সিরিজ হারিয়ে দেওয়ার পথ তৈরি করে ফেলেছে।
অর্থাৎ সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারের পথে টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই ম্যাচ জিতলে ২-০ তে সিরিজ জিতবে সফরকারী দল।
৪০ বল আগে এসেছে শেষ বাউন্ডারি। অবশ্য বাউন্ডারির যে নিউজিল্যান্ডের খুব একটা দরকার আছে এখন, তাও না। শেষ ৪ ওভারে উঠেছে ৭ রান।
২৫ ওভারশেষে নিউজিল্যান্ড তুলেছে ২ উইকেটে ১০৫ রান। জয়ের জন্য কিউইদের দরকার আর মাত্র ৬৫ রান। ক্রিজে আছেন নিকোলস আর ব্লান্ডেল। ইয়ং অর্ধশতক আর নিকোলস ২৪ রানে ব্যাট করছেন।
এআর







































